রেশন কার্ড সংশোধন – নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা (Instant)

রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন
Required:
1) রেশন কার্ড
2) আধার কার্ড
3) আধারের সাথে লিংক মোবাইল

Steps:1
এই লিংকে ক্লিক করুন
“CITIZEN HOME” এ ক্লিক করুন
“Ration Card Related Corner” এ ক্লিক করুন
“Rectify” এ ক্লিক করুন

অথবা সরাসরি এই লিংকে যান


Steps:2
রেশন কার্ড নম্বর লিখুন * এবং “SEARCH” এ ক্লিক করুন।
আপনি আপনার রেশন কার্ডের বিবরণ দেখতে পাবেন।
আপনি কী আপডেট করতে চান? আপনি যা সংশোধন করতে চান সেটা/সেইগুলি সিলেক্ট করুন।
কনসেন্ট এ টিক মার্ক করুন।
এরপর “SEND OTP” তে ক্লিক করুন।
তারপর OTP লিখুন এবং “Verify & Submit” এ ক্লিক করুন।

Steps:3
***যদি নাম, জন্ম তারিখ, লিঙ্গ সংশোধন করেন তাহলে আধার কার্ডে যে তথ্য আছে সেটা দেখাবে

*** যদি অভিভাবকের নাম পরিবর্তন করেন তাহলে আধার কার্ডে যে তথ্য আছে সেটা দেখাবে অথবা আপনি নিজে অভিভাবকের নাম লিখুন ও সম্পর্ক সিলেক্ট করুন।

*** যদি ঠিকানা পরিবর্তন করেন তাহলে আধার কার্ডে যে তথ্য আছে সেটা দেখাবে অথবা আপনি নিজে ঠিকানা লিখুন।

Do you want to proceed?
Click Yes.

আপনার রেশন কার্ড সংশোধন হয়ে গিয়েছে এবার আপনি আপনার রেশন কার্ড ডাউনলোড করে নিন ।

Scroll to Top