শিব তাণ্ডব স্তোত্র

শিব তাণ্ডব স্তোত্র

জটা টবী গলজ জল প্রবাহ পাবিত স্থলে
গলে হ’বলম্ব্য লম্বিতাং ভুজঙ্গ তুঙ্গ মালিকাম্
ডমড্ ডমড্ ডমড্ ডমন্ নিনাদ বড ডমর্বয়ং
চকার চণ্ড তাণ্ডবং তনোতু নঃ শিবঃ শিবম্ (১)

জটা কটাহ সম্ভ্রম ভ্রমন নিলিম্প নির্ঝরী
বিলোল বীচি বল্লরী বিরাজ মান মূর্ধনি
ধগদ্ ধগদ্ ধগজ জ্বলল্‌ ললাট পট্ট পাবকে
কিশোর চন্দ্র শেখরে রতিঃ প্রতিক্ষণং মম (2)

ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর
স্ফুরদ্ দিগন্ত সন্ততি প্রমোদ মান মানসে |
কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরা পদি
ক্বচিদ্ দিগম্বরে মনো বিনোদ মেতু বস্তুনি (৩)

জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎ ফণা মণি প্ৰভা
কদম্ব কুঙ্কুম দ্রব প্রলিপ্ত দিগ্বধূ মুখে।
মদান্ধ সিন্ধুর স্ফুরত্ত্ব গুত্তরীয় মেদুরে
মনো বিনোদম্ অদ্ভুতং বিভর্তু ভূত ভর্তরি (৪)

সহস্ৰ লোচন প্রভৃত্য শেষ লেখ শেখর
প্রসূন ধূলি ধোরণী বিধূসরাংঘ্রি পীঠভূঃ
ভুজঙ্গ রাজ মালয়া নিবদ্ধ জাট জুটক
শ্রিয়ৈ চিরায় জায়তাং চকোর বন্ধু শেখরঃ (৫)

ললাট চত্বর জ্বলদ্ ধনঞ্জয় স্ফুলিংগভা
নিপীত পঞ্চ সায়কং নমন্ নিলিম্প নায়কম্
সুধা ময়ূখ লেখয়া বিরাজ মান শেখরং
মহা কপালি সম্পদে শিরো জটালমস্তু নঃ (৬)

করাল ভাল পট্টিকা ধগদ্ ধগদ্ ধগজ্ জ্বলদ
ধনঞ্জয়া হুতীকৃত প্রচন্ড পঞ্চ সায়কে।
ধরা ধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্ৰ পত্ৰক
প্রকল্প নৈক শিল্পিনি ত্রিলোচনে রতির্মম (৭)

নবীন মেঘ মন্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরৎ
কুহূ নিশীথিনী তমঃ প্রবন্ধ বন্ধ কন্ধরঃ।
নিলিম্প নির্ঝরী ধর স্তনোতু কৃত্তি সিন্ধুরঃ
কলা নিধান বন্ধুরঃ শ্রিয়ং জগদ্ ধুরন্ধরঃ (৮)

প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভা
বলম্বি কণ্ঠ কন্দলী রুচি প্রবদ্ধ কন্ধরম্।
স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিদং
গজ চ্ছিদান্ধক চ্ছিদং তমন্তক চ্ছিদং ভজে (৯)

অখর্ব সর্ব মঙ্গলা কলা কদম্ব মঞ্জরী
রস প্রবাহ মাধুরী বিজৃম্ভণা মধু ব্রতম্।
স্মরান্তকং পুরান্তকং ভবান্তকং মখান্তকং
গজান্ত কান্ধকান্তকং তমন্ত কান্তকং ভজে (১০)

জয়ত্ব দভ্র বিভ্রম ভ্রমদ্ ভুজঙ্গম শ্বসদ
বিনির্গমৎ ক্রমস্ফুরৎ করাল ভাল হব্যবাট্ ।
ধিমিদ্ ধিমিদ্ ধিমিদ্ ধ্বনন্ মৃদঙ্গ তুঙ্গ মঙ্গল
ধ্বনি ক্রম প্রবর্তিত প্রচন্ড তান্ডবঃ শিবঃ (১১)

দৃষদ্ বিচিত্র তল্পয়ো র্ভুজঙ্গ মৌক্তিকস্রজোর্
গরিষ্ঠ রত্ন লোষ্ঠয়োঃ সুহৃদ্ বিপক্ষ পক্ষয়োঃ
তৃণার বিন্দ চক্ষুষোঃ প্রজা মহী মহেন্দ্ৰয়োঃ
সম প্রবৃত্তিকঃ কদা সদাশিবং ভজাম্যহম্ (১২)

কদা নিলিম্প নির্ঝরী নিকুঞ্জ কোটরে বসন্
বিমুক্ত দুর্মতিঃ সদা শিরঃস্থ মঞ্জলিং বহন।
বিলোল লোল লোচনো ললাম ভাল লগ্নকঃ
শিবেতি মন্ত্রম্ উচ্চরন্ সদা সুখী ভবাম্যহম্ (১৩)

ইমং হি নিত্যম্ এবম্ উক্তম্ উত্তমোত্তমং স্তবং
পঠন স্মরন্ ব্রুবন্ নরো বিশুদ্ধিমেতি সন্ততম্।
হর গুরৌ সুভক্তিমাশু য়াতি নান্যথা গতিং
বিমোহনং হি দেহিনাং সুশংকরস্য চিন্তনম্ (১৪)

Scroll to Top